কুমারগ্রাম ব্লকের বারবিশায় নিজের বাড়িতে ফিরল মণিহার তালুকদার। সে নেপালের অস্থির পরিস্থিতির মধ্যে ওই দেশের রাজধানী কাঠমান্ডুতে আটকে ছিল। উল্লেখ্য, গত ৬-৮ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে ‘জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব’ শীর্ষক এক সেমিনার। ওই সেমিনারে যোগ দিতে কাঠমান্ডুতে গিয়েছিল ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার মণিহার তালুকদার। সেমিনারে অংশগ্রহণ করে নেপালের অস্থির পরিস্থিতিতে সেদেশে আটকে পড়ে সে। যার ফলে উদ্বেগের মধ্যে পড়ে যান পরিবারের সদস্যরা। শুক্রবার নেপাল থেকে গাড়িতে চেপে রওনা হয় মণিহার। শনিবার সে বাড়িতে এসে পৌঁছেছে। মণিহারের বাবা প্রসেনজিৎ তালুকদার বলেন, ‘মেয়ে নেপাল থেকে বাড়িতে ফিরে এসেছে। তবে সে অসুস্থ রয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই।’ বারবিশার বাসিন্দা তথা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন বলেন, ‘নেপালের কাঠমান্ডুতে আটকে পড়েছিল মণিহার। সে বাড়িতে ফিরেছে। এতে আমরা সবাই খুশি।