বানারহাট: মাত্র তিন মাস আগেও জীবনের চরম হতাশায় ডুবে ছিল ধূপগুড়ির যুবক প্রসেনজিৎ ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে। সংসারে অভাব অনটন পকেটে ছিল না পাঁচ টাকা পর্যন্ত। কাজকর্ম ছিল না উপরন্তু বাড়িতেও প্রতিদিন শুনতে হত কঠিন কথা। জীবনের মোড় ঘুরে দাঁড়ানোর পথ যেন কোথাও খুঁজে পাচ্ছিল না সে। তবে ঠিক এই সময়েই অন্যরা যেখানে হাল ছেড়ে দেয় প্রসেনজিৎ বেছে নিলেন অন্যরকম লড়াইয়ের পথ। সমস্ত কষ্ট ভুলে নিজেকে ডুবিয়ে দিলেন ইউটিউবে। দিন রাত ঘুম খাওয়া ভুলে টানা তিন মাস ধরে নিরলস পরিশ্রম চালিয়ে গেছেন। অনেক সময় পুরো রাত না ঘুমিয়েই কনটেন্ট তৈরি করেছেন। তাঁর একমাত্র লক্ষ্য ছিল সফল না হওয়া পর্যন্ত থামবো না।এর আগে একাধিক চ্যানেল খোলার পর ব্যর্থ হয়েছিলেন প্রসেনজিৎ। টিকটকের সময়কাল থেকে ভিডিও বানানোর অভিজ্ঞতা থাকলেও বড় সাফল্য পাননি। কিন্তু এইবার নিজের শূন্য সময়কে কাজে লাগিয়ে তিনি নতুন উদ্যমে শুরু করেন ইউটিউব যাত্রা। আর সেই প্রচেষ্টা আজ তাকে এনে দিয়েছে অসাধারণ সাফল্য।বর্তমানে প্রসেনজিতের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখেরও বেশি। শুধু তাই নয় কনটেন্ট থেকে ভালো আয়ও করছেন তিনি। সংসারের অবস্থা বদলেছে, পরিবারের মুখে এসেছে হাসি।ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করার পাশাপাশি সামাজিক কাজেও নিজেকে যুক্ত করবেন বলে জানিয়েছেন প্রসেনজিৎ।