শিলিগুড়ি বিধান মার্কেটে ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে বৃক্ষরোপন অনুষ্ঠান

IMG-20250913-WA0098

শিলিগুড়ি: শিলিগুড়ি বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতির তরফ থেকে আজকে শিলিগুড়ি বিধান মার্কেট এ সকালে এই অনুষ্টানের সূচনা করলেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরোসও ভার অন্যান্য এম এম আই সি রা। মেয়র জানান আমাদের শিলিগুড়ি শহরে গাছের প্রেমিক আছে অনেকেই। অনেকেই গাছ লাগাতে ভালোবাসে, বিধান মার্কেট এমন একটা জায়গা যেখানে গাছের একটা আলাদা কদর আছে। আর গাছ সবার জন্য উপকারী। তাই শিলিগুড়ির নাগরিক হিসেবে আমাদের গাছ লাগানো বা বৃক্ষরোপন করাটা একান্তই দরকার। এদিন নিজের হাতে গাছ মাটিতে বপন করেন গৌতম দেব। তিনি জানান আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। এটা আমাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে জানান মেয়র গৌতম দেব। তিনি আরো জানান শুধু গাছ লাগালেই হবে না, সেটা যাতে ঠিকভাবে বেড়ে ওঠে সেটাও আমাদের দেখা জরুরী।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement