শিলিগুড়ি: সিকিমে গভীর রাতে ধসে চাপা পড়ে মৃত্যু ৪ জনের, নিখোঁজ ৩ জনের। সিকিম এর য়াং ঠ্যাং অঞ্চল এ গতকাল রাতে প্রবল বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। খুব সম্ভবত ৪জন পর্যটক বেড়াতে এসেছিলেন সিকিম এ। হঠাৎ করে বৃষ্টির কারনে বাধ ভেঙে জল সামনে চলে আসায় এই বিপত্তি। ৩জন আহত পর্যটক কে সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। গত কয়েক দিন থেকেই প্রবল বৃষ্টির কারনে একেবারে বিপর্যস্ত সিকিম। প্রবল বৃষ্টির কারনে একেবারে বিপর্যস্ত যানবাহন পরিষেবা। আটকে আছেন অসংখ্য পর্যটক। এর উপর গতকাল এর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটক দের মনে।