ব্রিটেন(সৌদি আরব): কানাডায় সফল কনসার্টের পর এবার মার্কিন মুলুকে মিউজিক্যাল ট্যুরে ব়্যাপার বাদশা। বিগত কয়েক দিন ধরেই উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে শো করছেন গায়ক। আর সেদেশের মাটিতে দাঁড়িয়েই নয়া শুল্ক নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা বাদশার। কনসার্টে গানের মাধ্যমেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রুপ ভারতের জনপ্রিয় ব়্যাপারের। বাদশার ‘আনফিনিশড ইউএসএ ট্যুর’ বর্তমানে চর্চার শিরোনামে। কারণ গানকে হাতিয়ার করেই হাস্যরসে ভরপুর ব়্যাপের মাধ্যমে বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলি নিয়ে সরব হচ্ছেন তিনি। এবার ৫০ শতাংশ শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের দেশে দাঁড়িয়ে ট্রাম্পকেই বিঁধতে পিছপা হলেন না বাদশা। ঠিক কী ঘটেছে? সম্প্রতি নিউ জার্সিতে কনসার্ট করতে যান বাদশা। ব়্যাপারকে পেয়ে ততোধিক উল্লাসে ফেটে পড়েন সেখানকার শ্রোতা-দর্শকরাও। শো চলাকালীন মঞ্চে হঠাৎ ‘বীরে দি ওয়েডিং’ সিনেমার ‘তারিফে’ শীর্ষক জনপ্রিয় গানটি ধরলেন বাদশা। এই গানটি আদতে বাদশারই গাওয়া। বিভিন্ন কনসার্টেও ব়্যাপারের কণ্ঠে এই গান শোনার জন্য মুখিয়ে থাকেন তাঁর দর্শক-অনুরাগীরাও। এদিন সেই গানটিকেই পলিটিক্যাল স্যাটায়ারের মোড়কে শোনান বাদশা।