তৃণমূল ছাত্রনেতা এ বি সোহেল গ্রেফতার

রবীন্দ্রনাথ-ঠাকুরের-ছবি-পোড়ানোর-অভিযোগ-গ্রেপ্তার-বহিষ্কৃত-TMCP-নেতা-copy-1536x864

মালদা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মানের ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রনেতা  এ বি সোহেলকে গ্রেফতার করলো মালদহের চাঁচল থানার পুলিশ। গতকাল সোমবারই তাকে সংগঠন থেকে বহিষ্কার করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। রাতেই তাকে গ্রেফতার করা হয়। ধৃত ওই বহিষ্কৃত ছাত্র নেতাকে আজ তোলা হবে মালদার চাঁচল মহকুমা আদালতে। চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনাইটেড সভাপতি পদে ছিল এ বি সোয়েল। গতকালই তাকে বহিষ্কারের পাশাপাশি টিএমসির কলেজ ইউনিট ভেঙে দেওয়া হয়।ওই কমিটিতে ছিল ৩০ জন।সোয়েল দুইবছর আগে সভাপতি হন। সে চাঁচল কলেজেরই পড়ুয়া।

এবার ফাইনাল ইয়ার (সিক্স সেমেস্টার) পাশ কোর্সের ছাত্র।চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেদিন যারা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল,তাদের শনাক্ত করা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement