সময় ভাল যাচ্ছে না শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রার। তাঁদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, যার ফলে বিপাকে পড়েছে তারকাদম্পতি। সম্প্রতি নিজের বান্দ্রার রেস্তরাঁ নিয়েও প্রবল আলোচনার কেন্দ্রে চলে আসেন অভিনেত্রী। এর মাঝে, প্রকাশ্যে হাপুস নয়নে কেঁদে উঠলেন রাজ। ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রাজের দ্বিতীয় ছবি ‘মেহর’। কেবল দেশে নয়, বিদেশেও মুক্তি পেয়েছে এই ছবি। রাজ আগেই জানিয়েছিলেন, এই ছবির প্রথম দিনের সম্পূর্ণ আয় তিনি বন্যাকবলিত পঞ্জাবে দান করবেন। রাজের এই উদ্যোগ, মন কেড়েছে নেটাগরিকদের। বেশির ভাগ ক্ষেত্রেই রাজের কাজকর্ম নেটাগরিকদের খুব একটা মনে ধরে না। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটাই ঘটল। শিল্পপতিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।