নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরছে ট্রাম্প  

IMG-20250906-WA0134

ওয়াশিংটন: নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছিলেন ”মোদি এখনও আমার বন্ধুই। কিন্তু আমি হতাশ।” আর তারপর তাঁর বক্তব্যে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন তিনি ট্রাম্পের আবেগের সঙ্গে সহমত পোষণ করছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করছি এবং সম্পূর্ণরূপে সহমত। ভারত এবং আমেরিকার মধ্যে এক অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।’ শুক্রবার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালের এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘মনে হচ্ছে রাশিয়া ও ভারতকে অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।’ কিন্তু একদিন যেতে না যেতেই নিজের অবস্থান থেকে একেবারে উলটো দিকে চলে যান তিনি। এএনআই-এর প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় না আমরা ভারতকে হারিয়ে ফেলেছি। আমি খুব হতাশ কারণ রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। আমি তাদেরকে এটা জানিয়েছি। ভারতের উপরে আমরা ৫০ শতাংশ চড়া শুল্ক চাপিয়েছি। এটা খুব বড় শুল্ক।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের বন্ধুত্বের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “মোদি আমার খুবই ভালো বন্ধু। কয়েক মাস আগে তিনি এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনে সাংবাদিক সম্মেলন করেছিলাম।” পাশাপাশি তাঁকে আরও বলতে শোনা যায়, “আমার সঙ্গে সবসময় মোদির বন্ধুত্ব থাকবে।” এবার মোদির তরফ থেকেও দেখা গেল সদর্থক মনোভাব। প্রশ্ন উঠছে, তাহলে কি ‘শুল্কযুদ্ধ’কে অতীত করে বরফ গলবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের? আপাতত এই নিয়েই চর্চা সংশ্লিষ্ট মহলে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement