আজ স্কুল সার্ভিস কমিশনের প্রথম দফার পরীক্ষা 

ssc-recruitment-exam-rules

আজ সেই প্রতীক্ষিত পরীক্ষা। প্রায় আট বছর পর পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের।  নবম ও দশমের নিয়োগ পরীক্ষা রয়েছে এদিন। তার আগে পরীক্ষার্থীদের উদ্দেশে সব তথ্য জানানো হল এসএসসি-র তরফে। এই পরীক্ষা নিয়ে শনিবার এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এক সাংবাদিক বৈঠকও করেন। এই বৈঠকে তিনি জানান, পরীক্ষায় নিরাপত্তা বজায় বেশ কিছু কডা পদক্ষেপ করছে এসএসসি।পাশাপাশি তিনি এও জানান, ২০২৫-এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজার। এর মধ্যে ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসবে ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। এরপর ১৪ তারিখে পরীক্ষা দেবে ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী। ৭ সেপ্টেম্বর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৬৩৬। ১৪ তারিখ থাকবে ৪৭৮টি পরীক্ষাকেন্দ্র। এর পাশাপাশি পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে প্রাথমিক তল্লাশি হবে পরীক্ষার্থীদের। একইসঙ্গে এও জানানো হয়েছে, অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। অ্যাডমিট কার্ডে স্ক্যানার থাকবে। অ্যাডমিট কার্ড আসল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কি না, সেটাও বোঝা যাবে।যার অ্যাডমিটে কোনও সমস্যা আছে, ছবি বা সই-তে কোনও অস্পষ্টতা আছে, তাদের পরীক্ষা যাতে বাতিল না হয়, তার অরিজিনাল সেল্ফ অ্যাটেস্ট করা আইডি কার্ডের জেরক্স কপি নিয়ে যেতে হবে।সঙ্গে এও জানানো হযেছে, প্রশ্নপত্রে সিকিওরিটি ফিচার থাকবে। কেউ যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলেন, তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন এসএসসি-র আধিকারিকরা। এমনই ফিচার থাকছে। প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ও ওএমআর শিটে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকবে। একইসঙ্গে এও জানানো হয়েছে, ভেন্যু ইনচার্জের কাছে সবাইকে মোবাইল ফোন জমা রাখতে হবে। তবে বেশ কিছু ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে পরীক্ষার্থীদের। এই সতর্কতার মধ্যে রয়েছে, দুপুর ১২টার পরে আর পরীক্ষার হলে ঢোকা যাবে না। একইসঙ্গে এও জানানো হয়েছে, সকাল ৮ টা থেকে কন্ট্রোল রুম কাজ করবে।ইন্টারনেট বন্ধ থাকবে না।তবে সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশ হল, ওএমআর শিটের এক থেকে পাঁচ নম্বর জায়গা পূরণ করতেই হবে। না হলে সেটি বাতিল বলে গণ্য হবে।পরীক্ষা শুরু দুপুর ১২টায়। এদিকে এসএসসি জানিয়েছে, ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে চাকরিপ্রার্থীদের। অর্থাৎ সকাল ১০ টার মধ্যে চাকরিপ্রার্থীদের নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।এর পাশাপাশি কী কী জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ক্যালকুলেটর কিংবা কোনও ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না। জলের বোতলে কোনও স্টিকার থাকলে তা নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষাকেন্দ্রের ভিতর মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ভেন্যু ইনচার্জের কাছে প্রত্যেক পরীক্ষার্থীকে মোবাইল জমা রাখতে হবে।পাশাপাশি এসএসসি এও জানিয়েছে, দেড়টায় পরীক্ষা শেষ। তার আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকে বেরতে পারবেন না। ⁠প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি থাকছে। ওএমআর শিট ও অ্যাটেন্ডেন্স শিটে সই করতে হবে চাকরিপ্রার্থীদের।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement