বিয়ে সবচেয়ে কঠিন বিষয়: রাজ কুন্দ্রা

IMG-20250905-WA0137

২০০৯ সালে বিয়ে করেন অভিনেত্রী শিল্পা শেট্টী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। জীবনের উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক, একে অন্যের হাত ধরে রেখেছেন শক্ত করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, শিল্পার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খোলেন রাজ। অনুরাগীদের জানান, কী ভাবে দায়িত্বের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞা বদলে যায়। সাক্ষাৎকারে রাজ বলেন, “যে সম্পর্ক জোর করে ধরে রাখতে হয়, সেই সম্পর্ক থাকার মানে কী? যদি ভালবাসা থাকে, তা হলে সম্পর্কও থাকবে। কাউকে ধরে রাখতে হয় না, আমি আর শিল্পা, একে অপরের জীবনের টাটকা বাতাস। গত ১৬ বছর ধরে মানুষ সেটা দেখেছেন। অনেক চড়াই-উতরাই গিয়েছে, কিন্তু আমরা একে অন্যের সঙ্গ ছাড়িনি।” 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement