সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত

984ad1d8-e5d0-48b8-b70b-56ba415c719a

শিলিগুড়ি: অবশেষে পূর্ণ হলো সাহুডাঙ্গীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ চৌধুরী এ বছর শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হলেন। এই সম্মান শুধু একজন শিক্ষকের নয়, গোটা স্কুল ও এলাকার গর্ব।আজকের নতুন রূপে গড়ে ওঠা সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের পেছনে রয়েছে প্রধান শিক্ষকের অদম্য পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসা। যেদিন থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন কখনো দায়সারা কাজ করেননি। বরং ছাত্র-ছাত্রীদের নিজের পরিবার মনে করে দিনের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্কুলের উন্নতির স্বপ্ন বুনতে। বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছেন স্কুলের উন্নতিকল্পে।দক্ষিণবঙ্গের মানুষ হয়েও উত্তরবঙ্গের এই প্রান্তিক গ্রামের স্কুল ও মানুষকে আপন করে নিয়ে, বিগত পাঁচ-ছয় বছর ধরে তিনি নিরলসভাবে কাজ করেছেন স্কুলের উন্নয়নের জন্য। আর তারই ফলস্বরূপ আজ সাহুডাঙ্গী গর্বিত, আনন্দিত।প্রাক্তন ছাত্ররা বলছেন, “এমন গুণধর শিক্ষক মহাশয়ের কাছে শিক্ষা নিয়েছি বলে আমরা সত্যিই ভাগ্যবান। তাঁর এই পুরস্কার শুধু তাঁর নয়, আমাদের সকলের পুরস্কার। তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার।সাহুডাঙ্গীবাসীর বিশ্বাস, প্রদীপ চৌধুরী মহাশয় ছাড়া এই পুরস্কারের যোগ্য আর কেউ হতে পারতেন না। তাই আজকের এই সাফল্য গোটা এলাকার আনন্দের দিন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement