গ্রামীণ কৃষকদের অর্থনীতিতে স্বনির্ভর করতে সুন্দরবন উন্নয়ন পর্ষদ এর ব্যবস্থাপনায় সুন্দরবনের দুইটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনার তেরোটি ব্লক ও উত্তর ২৪ পরগনা ছয় টি ব্লক সর্বসাকুল্যে উনিশ টি ব্লকের তিরিশ হাজারের অধিক মৎস্য চাষীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদ এর মৎস্য দপ্তরের সহযোগিতায় ৩০ হাজার বেনিফিসারি-প্রতি বেনি ফিসারি কে ৫০০ পিস মাছ অর্থাৎ ১০ কেজি মাছ ও ৫০ কেজি মাছের খাবার দেওয়া হয়।
চারাপোনা মাছ চাষে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করা পশ্চিমবঙ্গ ও খাবারের যোগ্য মাছ উৎপাদনে ভারতবর্ষে মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী এই পশ্চিমবঙ্গ। আগামীতে মাছ চাষে স্বয়ং সম্পূর্ণ হতে এমনই উদ্যোগ স্বয়ং সমপূর্ণ করতে জেলা মৎস্য দপ্তরের এমনই উদ্যোগ। ভারতবর্ষের দ্বিতীয় মাছ উৎপাদনকারী রাজ্য এই পশ্চিমবঙ্গ। কি কাজ করে এ বিষয়ে যুগ্ম প্রকল্প অধিকর্তা কৃষি সুন্দরবন উন্নয়ন পর্ষদ এর অনুপ কুমার হালদার কথায় দক্ষিণ চব্বিশ পরগনার ব্লক গুলি কুলতলী জয়নগর ২ জয়নগরে ১ ক্যানিং পূর্ব-ক্যানিংপশ্চিম, গোসাবা, বাসন্তী, মথুরাপুর নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।উত্তর ২৪ পরগনার ব্লকগুলি সন্দেশখালি এক সন্দেশখালি দুই হিঙ্গলগঞ্জ হাড়োয়া মিনাখা ও হাসনাবাদ। মোট ১৯টি ব্লকের তিরিশ হাজার মৎস্যজীবীদের ৫০০ পিস মাছ অর্থাৎ ১০ কেজি মাছ ও ৫০ কেজি মাছের খাবার সুন্দরবন উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনা দেয়া হয় এবং আগামীতে ভালো ফলন পেতে আরও মাছ এবং কৃষি যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সার কীটনাশক বীজ সহ একাধিক সামগ্রী দেয় এই দপ্তর।