শিলিগুড়ি: পুলিশের, হারিয়ে যাওয়ার ৬ ঘন্টার মধ্যে তার নিজের ব্যাগ ফিরে পেলেন রাজু চৌধুরী নামে এক ব্যক্তি। তিনি মাটিগাড়া থেকে শিলিগুড়ি আসছিলেন টোটো তে ভুলবশত তিনি ব্যাগ ফেলে নেমে যান। ওই ব্যাগে ছিল হাজার ছয়েক টাকা এবং মূল্যবান কাগজপত্র। ওই ব্যক্তি শিলিগুড়ি থানায় এসে যোগাযোগ করেন এবং সব অভিযোগ দায়ের করেন। প্রায় ঘন্টা দুয়েক পরে যেই টোটো ওয়ালার টোটো তে করে তিনি গিয়েছিলেন সেই টোটোওয়ালা পুলিশের কাছে এসে জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে শিলিগুড়ি থানায় সবকিছু বিশদভাবে জানিয়ে দেয়। পরে ওই পুলিশ টোটোওয়ালাকে থানায় আসতে বলে, থানায় এসে টোটো ওয়ালা ওই ব্যাগ দিয়ে যায়। এবং ওই ব্যাগে যা যা ছিল তাই আছে বলে ব্যাগের মালিকও জানিয়েছেন। পরে তিনি টোটোওয়ালাকে পুরস্কৃত করতে চাইলে টোটোওয়ালা অস্বীকার করে। পরে তিনি জানান ব্যাগে টাকা-পয়সার থেকেও মূল্যবান কাগজপত্র ছিল, যেগুলো না পাওয়া গেলে আমার সর্বনাশ হতে পারতো, আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশকে এবং সৎ টোটোওয়ালাকে। যার জন্য আমি ফিরে পেলাম ওই ব্যগটি। এত দ্রুত ফিরে পাওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন ওই ব্যক্তি।