জল সংকট এবং যানজটএ ভুগছে উত্তর সিকিম

citizen-of-Gangtok-forming-queue-with-buckets-in-hand-to-collect-water-during-the-water-crisis-in-the-city.-PC_-Suraj-Tsong

শিলিগুড়ি: গত কয়েকদিন ধরে  উত্তর সিকিমে, প্রবল জলকষ্ট এবং যানজট। সবচাইতে বেশি সমস্যায় পড়ে যাচ্ছেন পর্যটকেরা। অগ্নি মূল্য হয়ে গেছে  খাবারের দাম। ১০ টাকার মেরি বিস্কুট ১০০ টাকায়। ওয়াই ওয়াই এর দাম ২০০ টাকার কাছাকাছি, ১০ টাকার জল ৬০ থেকে ৭০ টাকা। একদিকে যানজটের কারনে পর্যটকেরা ফিরতে পারছেন না, অন্যদিকে খাবার জিনিস কিনতে হচ্ছে প্রায় পাঁচ গুণ বেশি দামে। পর্যটকেরা অনেকেই জানিয়েছেন ফের বার ইচ্ছা থাকলেও তারা ফিরতে পারছেন না, মূল কারণ যানজট। এনজিপি স্টেশনে পৌঁছাবেন কখন জানা নেই তাদের। এমনভাবে যানজট হচ্ছে যে তিন থেকে সাড়ে তিন ঘন্টার উপরে  দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শেষ পর্যন্ত যাত্রাপথ  পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন পর্যটকেরা। যাদের সাথে বয়স্করা এবং বাচ্চারা আছেন  তাদের সমস্যা আরো বেড়ে গেছে। কিছুতেই সমাধান হচ্ছে না  উত্তর সিকিমে যাতায়াতের সমস্যা। আগের থেকে জেনে যাওয়ায় অনেক পর্যটক সিকিমে বেড়ানোর পরিকল্পনা বাতিল করে দিতে বাধ্য হচ্ছেন। ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পর্যটকদের অবশ্যই হোটেল মালিকদের। কবে এই বিপর্যয় কাটিয়ে উঠবে সিকিম এটা এখনই বলতে পারছেন না  পর্যটকেরা। তবে জানা গেছে বৃষ্টি আরো কয়েকদিন থাকতে পারে সিকিমে। সেই কারণেই মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ কয়েকদিন লেগে যাবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement