দাগির তালিকায় শাসক নেতাদের আত্মীয়, তোলপাড়

IMG-20250804-WA0155

সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।সেই তালিকায় তৃণমূল নেতাদের আত্মীয়দের নাম রয়েছে বলে অভিযোগ। আর তাকে কেন্দ্র করেই রবিবার দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে নিশানা করে সিপিএম ও বিজেপি। শনিবার রাতে এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করে। রবিবার সকাল থেকেই খবর আসতে শুরু করে, কোন কোন তৃণমূল নেতাদের আত্মীয় তালিকায় রয়েছেন। ‘দাগি’-দের তালিকায় নাম দেখা যায় পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। শনিবার দাগিদের যে তালিকা প্রকাশ করেছিল এসএসসি, তার ১২৬৯ নম্বরে রয়েছে শম্পার নাম। এর পরেই নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। যদিও তৃণমূল বিধায়ক বলেন, ‘আইন আইনের পথে চলবে। আমার কাছে কোনও কাগজ নেই।’ দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করার জন্য সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক শনিবার কমিশন প্রথমে ১৮০৪ জনের নামের তালিকা প্রকাশ করেছিল। পরে সেই তালিকায় যোগ হয় আরও দু’টি নাম। ‘অযোগ্য’ শিক্ষকদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম দেখে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দাগিদের তালিকায় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুনের নাম রয়েছে বলেও অভিযোগ। দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাত ১ ব্লক সভাপতি মহম্মদ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার নামও রয়েছে বলে অভিযোগ। এসএসসির দাগি তালিকায় ৭৯১ নম্বরে নাম রয়েছে মহম্মদ নাজিবুল্লার।নাজিবুল্লার দাবি,’তৃণমূল, সিপিএম, বিজেপি দেখে চাকরি হয় না। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আইনি পথেই লড়াই করব। বৃহস্পতিবারই, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৭ দিনের মধ্যে ‘দাগি’দের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তারপরেই স্কুল সার্ভিস কমিশন জানায়, শনিবার তারা দাগিদের তালিকা প্রকাশ করবে। এরপর শনিবার রাত ৮ টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায়, ‘দাগি’ শিক্ষকের তালিকা প্রকাশ করে কমিশন। প্রকাশিত তালিকায় এমন কিছু নাম সামনে এসেছে যাদের নাম মিলে যাচ্ছে ২০২২ সালের এসএসসির প্রকাশিত তালিকার সঙ্গে। শনিবার এসএসসির প্রকাশিত তালিকায় পশ্চিম মেদিনীপুরের শিক্ষক অজয় মাজির নাম পাওয়া যায়। যিনি পিংলা ব্লকের তৃণমূল নেতা। তালিকায় নাম রয়েছে নমিতা আদকের। তিনি গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা। ঘটনাচক্রে আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের স্ত্রীর নামও নমিতা আদক। দাগি তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষেরও। কমিশনের দাগি-তালিকা প্রকাশের পরেই তৃণমূল কাউন্সিলরের দাবি, ‘যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement