হঠাৎই রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গেলেন দ্রাবিড়

IMG-20250830-WA0088

জয়পুর: ইস্তফা দিলেন রাহুল দ্রাবিড়। তাঁকে আর রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বে দেখা যাবে না। গত বছরই আইপিএল দলটির দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। ব্যক্তিগত কারণে দ্রাবিড় আর দায়িত্বে থাকতে চান না বলে জানা গিয়েছে। শনিবার রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন। রাজস্থান কর্তৃপক্ষ দ্রাবিড়কে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি। সমাজমাধ্যমে রাজস্থান কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘২০২৬ সালের আইপিএলের আগে আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। রাহুল বহু বছর আমাদের সঙ্গে ছিলেন। তাঁর নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। আমাদের দলের মূল্যবোধ তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর অবদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলের গঠনগত কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো রাহুলকে আমরা আরও বড় দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। দুর্দান্ত অবদানের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ, ক্রিকেটারেরা এবং সমর্থকেরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement