ভাইপোতেই আস্থা, আকাশ আনন্দকে দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ করলেন পিসি মায়াবতী। আকাশ আনন্দকে বিএসপির ন্যাশনাল কনভেনর করলেন দলের সুপ্রিমো মায়াবতী। খাতায়কলমে বিএসপির দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। সে অর্থে দেখতে গেলে ভাইপোকে দলের সেকেন্ড ইন কম্যান্ড করে দিলেন মায়াবতী।