শোকস্তব্ধ আল্লু অর্জুন

IMG-20250830-WA0103

শনিবার সাতসকালে আচমকাই দুঃসংবাদ আসে আল্লু অর্জুনের কাছে। প্রয়াত অভিনেতার ঠাকুমা আল্লু কনকারত্নম। কাজ ফেলে তড়িঘড়ি উৎসবের মায়ানগরী থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা হন ‘পুষ্পা’ স্টার। এদিকে খবর পেয়েই মেগাবাজেট সিনেমার শুটিং বাতিল করে দেন রামচরণ। শোকবিধ্বস্ত বন্ধু তথা তুতো ভাইয়ের পাশে থাকতে মাইসুরু থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা হন তিনিও।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement