আমাদের পাড়া, আমাদের সমাধান

Screenshot_20250827_172041_Instagram

মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ পরিষেবা চালু হয়েছে রাজ্যজুড়ে। মঙ্গলবার ও বুধবার ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে কমিউনিটি হলে শিবিরের আয়োজন করা হয়। তদারকি করেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর, এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর ছবি দাস, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস সহ পৌরসভার আধিকারিকরা। বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মুকুবের সুবিধা, লক্ষী ভান্ডার, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির থেকে। বিভিন্ন পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস জানান ১২নম্বর ওয়ার্ডের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে কমিউনিটি হলে দুই দিন ব্যাপী ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের স্বার্থে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে। বুথের জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ হবে তা স্থানীয়রা ঠিক করবেন। তিনটি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হয়।  ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement