ময়নাগুড়ির গর্ব দীপ্তি রায়

IMG-20250827-WA0124

ময়নাগুড়ি: ময়নাগুড়ির গর্ব দীপ্তি রায়, আকাশবাণী শিলিগুড়িতে পেলেন টপ গ্রেড শিল্পীর  উত্তরবঙ্গের ভাওয়াইয়া সঙ্গীত জগতে নতুন সম্মান যোগ করলেন শিল্পী দীপ্তি রায়। আকাশবাণী শিলিগুড়ি তাঁকে এ বছরের টপ গ্রেড শিল্পী হিসাবে স্বীকৃতি দিয়েছে।ময়নাগুড়ির বাসিন্দা দীপ্তি রায় দীর্ঘদিন ধরে ভাওয়াইয়া গানের মাধ্যমে উত্তরবঙ্গের লোকসংস্কৃতিকে দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরেছেন। তাঁর কণ্ঠে ভাওয়াইয়ার আঞ্চলিক সুর ও আবেগ বারবার শ্রোতাদের মুগ্ধ করেছে।স্থানীয় সংস্কৃতি মহলে এই সম্মাননা নিয়ে আনন্দের ঢেউ। অনেকে মনে করছেন, উত্তরবঙ্গের লোকসঙ্গীতকে আরও বিস্তৃত পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি হবে এক বড়ো পদক্ষেপ।দীপ্তি রায় বলেন, “ভাওয়াইয়া আমার শিকড়। এই সম্মান আমাকে আরও অনুপ্রেরণা জোগাবে লোকসঙ্গীতের আসল স্বাদ সবার কাছে পৌঁছে দিতে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement