হারিয়ে যেতে বসেছে কালিয়াচকের বাঁশের তৈরি শিল্প

IMG-20250825-WA0078

মালদা: সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে বহু পুরনো ঐতিহ্য। তেমনই হারিয়ে যেতে বসেছে কালিয়াচকের বাঁশের তৈরি শিল্প। একসময় রেশম শিল্পের আতুর বলে পরিচিত কালিয়াচকের বহু মানুষ জীবিকা নির্বাহ করতেন বাঁশ দিয়ে তৈরি ডালা, চন্দ্রকি প্রভৃতি সামগ্রী বানিয়ে। কালিয়াচক-১ ব্লকের করারি চাঁদপুর, কালিকাপুর, নাজিরপুর সহ একাধিক গ্রামে প্রায় হাজারখানেক পরিবার সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন এই শিল্পের সঙ্গে। বর্তমানে অবশ্য হাতে গোনা কয়েকটি পরিবারই টিকে আছেন। কারণ, রেশম চাষে এখন বাঁশের জিনিসের পরিবর্তে প্লাস্টিকের সামগ্রী ব্যবহার বাড়ায় কমেছে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা। ফলে বাধ্য হয়েই অনেক কারিগর অন্য পেশায় চলে গেছেন।স্থানীয় কারিগরদের দাবি, একসময় গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকত বাঁশের তৈরি ডালা, চন্দ্রকি, ফুল ও নানা সামগ্রী। এই শিল্প ছিল বহু পরিবারের একমাত্র ভরসা। অথচ আধুনিকতার স্রোতে শতবর্ষের এই ঐতিহ্য প্রায় হারিয়ে যাচ্ছে। বাঁশের কারিগররা আজ টিকে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছেন। কতদিন এ লড়াই চালাতে পারবেন, তা নিয়ে অনিশ্চিত তাঁরাও।শিল্পীদের আক্ষেপ, সংকটে পড়লেও এই শিল্পকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের বক্তব্য, স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন একটু এগিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব এই পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী শিল্পকে। সেই আশাতেই আজও টিকে আছেন গুটিকয়েক শিল্পী। তবে  বাঁশের তৈরি শিল্পকে জীবিত রাখার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে চলেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর জেলা সভাপতি উজ্জ্বল সাহা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement