মালদহ: জন্ম সংশাপত্র সংশোধন ও আধুনিককরণের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। ৫০০ থেকে ৭০০ টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জেলাশাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা।যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ।মালদার চাঁচল ১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে জন্মসংসপত্র অতি গুরুত্বপূর্ণ। তাই হাতে লেখা জন্মসংসপত্র পরিবর্তন করে সেটিকে আধুনিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই নিজের জন্মসংসপত্রটি অনলাইন প্রক্রিয়াকরনের জন্য পঞ্চায়েতে ছুটছেন। আর এখানেই ব্যবসা ফাদিয়ে বসেছে পঞ্চায়েত। পঞ্চায়েত কর্তৃপক্ষ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইন প্রক্রিয়াকরণের জন্য উপভোক্তাদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ টাকা দাবি করছেন বলে অভিযোগ। টাকা না দিলে কাজ হবে না সাফ কথা পঞ্চায়েত কর্তৃপক্ষের। অনেকেই কাজ না করিয়ে ঘুরে আসছেন। গোটা ঘটনা উপভোক্তাদের একাংশ জেলাশাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসক বলেন, কোন টাকা পয়সা নেওয়া হয়নি। যারা অভিযোগ করছেন তারা মিথ্যে অভিযোগ করছেন।সরকারি পরিষেবা কে হাতিয়ার করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। মালদা দক্ষিণের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি।অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের।