শিলিগুড়ি: বছরের পর বছর ধরে বাচ্চাদের আঁকা শেখাচ্ছেন শিলিগুড়ির আশ্রমপারার ১৪ নম্বর ওয়ার্ডের ডোনা সরকার। তিনি জানালেন আমি এর মধ্য থেকেই খুঁজে পাই আনন্দ। সেটা আজকের থেকে না বছরের পর বছর ধরে। তার ছাত্র-ছাত্রীরা শিলিগুড়ি তথা বাংলায় সু না মের সাথে আঁকা শিখিয়ে চলেছে। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ জানালেন ডোনা সরকার। তিনি আরো জানালেন আমি এর মধ্য থেকে আমার বাঁচার রসদ খুঁজে পাই। আমার ইচ্ছা় এভাবেই আমি ছাত্র-ছাত্রীদের যেন আঁকা শিখিয়ে যেতে পারি। আমার কাছে একটা আলাদা অনুভূতি থাকে এই আঁকা। দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে আমি এই কাজটাই নিষ্ঠার সাথে করে চলেছি। তাই আমার কাছে এটা একটা মন্দিরের মতো। যেখানে আমি পুজো করি। ভালো লাগে আমার এর মধ্য দিয়ে থাকতে। জানালেন ডোনা সরকার। তিনি আরো জানালেন আমি চাই আঁকা সবার মধ্যে ছড়িয়ে দিতে আর এটাই হবে আমার কাছে সব চাইতে বড় পুরস্কার। জানালেন ডোনা সরকার।