শিলিগুড়ি: এক বন্ধু ও চার বান্ধবীর সঙ্গে কার্শিয়াং ঘুরতে গিয়েছিলেন সপ্তনীল।বেশ ভালোই পাহাড় ঘুরছিলেন বন্ধুরা। সোমবার তাদের ফেরার দিন।আর সেইদিনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।কিভাবে এমন ঘটল তার কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না।বছর ২৩ এর সপ্তনীল চট্টোপাধ্যায়। কার্শিয়াংয়ের ডাউহিলের এক হোমস্টের ব্যালকনি থেকে হঠাৎই পড়ে মৃত্যু হয় যুবকের। সোমবারই ফেরার কথা ছিল তাদের।হাওড়ার দেউলটির বাসিন্দা দক্ষিণ কলকাতার একটি কলেজের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া ছিলেন। সপ্তনীল ছাড়া বাকিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়েরর পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, ওই ছ’জনের এক জনের বাড়ি জলপাইগুড়িতে। প্রথমে সবাই জলপাইগুড়িতে যান। সেখানে এক দিন কাটিয়ে দুইদিন আগে কার্শিয়াং বেড়াতে যান। সোমবার সকালে হোমস্টের বাইরে সপ্তনীলকে পড়ে থাকতে দেখা যায়। হোমস্টে কর্তৃপক্ষ এবং বন্ধুরা মিলে সপ্তনীলকে প্রথমে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে ছাত্রের মৃত্যু হল, তা নিয়ে ধন্দে পুলিশও। হোমস্টের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সপ্তনীলকে পড়ে যেতে দেখা যায় ছাদ থেকে। তবে দুর্ঘটনাবশত তিনি পড়ে গিয়েছেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এর পিছনে শুধুই কি রহস্য না অন্য কিছু?