লন্ডন: বর্তমান সময়ে ইংল্যান্ডের সবচেয়ে সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন জ্যাকব বেথেল। ইংলিশ ক্রিকেটের ১৩৬ বছরের পুরনো একটা রেকর্ড ভেঙে দিতে চলেছেন তিনি। ২১ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন তিনি। সম্প্রতি অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে তার নাম। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হওয়ার নজির রয়েছে মন্টি বাউডেনের। ১৮৮৯-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচে ২৩ বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অধিনায়ক আউব্রে স্মিথ জ্বরে অসুস্থ হয়ে পড়ায় বাউডেনকে অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল। টি-২০ তে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন হ্যারি ব্রুক। তবে আয়ারল্যান্ড সিরিজ়ে তাঁকে এবং দলের বেশির ভাগ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ইংল্যান্ডের ঘরোয়া লিগ ‘দ্য হানড্রেড’-এ খেলছেন ব্রুক। আবার সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে নেতৃত্ব দেবেন।