দিনহাটা: পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভে ফেটে পড়ল পুটিমারী ২ গ্রাম পঞ্চায়েতের অচিনতলা এলাকার বাসিন্দারা। জল সংকটে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবশেষে পথ অবরোধ করল। শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ পঞ্চায়েত এলাকার বহু গ্রামবাসী তৃণমূল কংগ্রেসের পুটিমারি দুই অঞ্চল নেতৃত্বের সঙ্গে একত্রিত হয়ে অচিনতলায় পথ অবরোধের পাশাপাশি বিক্ষোভে সামিল হন। এছাড়াও নতুন যে রিজার্ভার তৈরি হয়েছে সেখানে ও তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ, পানীয় জলের জন্য নির্মিত রিজার্ভার থাকা সত্ত্বেও স্থানীয়রা পর্যাপ্ত জল পাচ্ছেন না।উল্লেখযোগ্যভাবে, জমি সংক্রান্ত জটিলতার কারণে পুটিমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জন্য নির্মিত এই রিজার্ভারটি রয়েছে প্রতিবেশী পেটলা গ্রাম পঞ্চায়েতের অচিনতলা এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই জলের তীব্র সংকটের মধ্যে কাটাতে হচ্ছে তাঁদের। কিছু এলাকায় সামান্য জল সরবরাহ হলেও তা একেবারেই অপ্রতুল। বহু গ্রামে জল সরবরাহের পাইপলাইন ফেটে থাকার বিষয়টি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন কে জানানো সত্বেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা রিজার্ভারের গেটের তালা ভেঙে নিজেদের তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি, তাঁরা পথ অবরোধ করে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে জল সরবরাহের সমস্যার সমাধান করতে হবে। নইলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা। এদিন গ্রামবাসীদের বিক্ষোভ পথ অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। পুলিশ প্রশাসনের সাথে গ্রামবাসীদের আলোচনার পর অবশেষে অবরোধ উঠে যায়। এদিন এই পথ অবরোধের পাশাপাশি বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন পুটিমারী ২ অঞ্চল তৃণমূল সভাপতি সামসুল মিয়া, পঞ্চায়েত সদস্য শংকর দাস, নুরুল মিয়া সহ বহু গ্রামবাসী। তাঁদের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি রিজার্ভার থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে মানুষকে কষ্টে থাকতে হচ্ছে, যা প্রশাসনের চরম ব্যর্থতা।গ্রামবাসীদের আন্দোলনের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য খুব শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। তবে সেই উদ্যোগ কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।