চুলের মুঠি ধরে, লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের বেলাগাম মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। মালদার ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সেই মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রহিম বক্সি। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বন্ধু বিজেপি তোমার ও চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশ পুশ করে দিব। পরে আমিও ক্ষমা চেয়ে নেব হাত ধরে,আমার ভুল হয়ে গেছিল। বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এ বিজেপি করছে বলে আমরা ভেবেছি বাঙালি নই বাংলাদেশী। তাই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধু স্বপ্ন দেখছো হুশিয়ার থাকো সাবধান থাকো যেভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি লাগিয়ে ফের ফিরিয়ে নিয়ে এসেছো। আমরাও তোমাদেরকে সেই ভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। তারপর দেখব তোমার মা কেমন করে কাঁদে বাবা কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। যারা বিজেপি করছো তারাও সাবধান থাকো বন্ধু তোমাদেরও বাইরের রাজ্যে চিহ্নিতকরণ করবে না। বাঙালি হিসেবে চিহ্নিত করবে। বেশ কিছুদিন ধরেই আব্দুর রহিম বলছি এসব কথা বলছেন, এরপর ওকেই তুলে বাংলাদেশে পাঠিয়ে দেবো তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর।