পুলিশি নজরদারি চলছে দিনহাটা জুড়ে

1700299230_new-project-2023-11-18t145014-910

কোচবিহার: সীমান্ত মহকুমা দিনহাটার পাশাপাশি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো ছাড়াও কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। সীমান্তে বিএসএফের পাশাপাশি অন্যান্য এলাকায় পুলিশের পক্ষ থেকেও নজরদারি বাড়ান হয়েছে। কোচবিহার শহরে ঢোকার মুখে বিভিন্ন জায়গায় যেমন নাকা চেকিং বসানো হয়েছে তেমনি সীমান্ত মহকুমা দিনহাটা শহরের ঢোকার মুখে শিমুলতলা এলাকা ছাড়াও ওকড়াবাড়ি, গোসানিমারি, গিতালদহ, বলরামপুর রোড, সাহেবগঞ্জ রোড সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি শুরু হয়েছে পুলিশি টহল।
পাশাপাশি সাহেবগঞ্জ ও সিতাই থানা এলাকাতেও পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।দিনহাটা মহকুমার তিনদিক সীমান্ত বেষ্টিত হওয়ায় পুলিশের পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। দিনহাটা,সাহেবগঞ্জ ও সিতাই থানার আধিকারিকরা জানিয়েছেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা রোধে থানা এলাকার বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি চলছে।দিনহাটা মহকুমা পুলিশ ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে দিনহাটার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ান হয়েছে। পাশাপাশি শহরে ঢোকার বিভিন্ন রাস্তায় নাকা চেকিং গুলিতে বাইক থেকে শুরু করে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হচ্ছে। এছাড়াও দিনহাটার শহরের হোটেল গুলিতেও নজরদারি বাড়ান হয়েছে। হোটেলগুলিতে কারা থাকছেন কোথা থেকে আসছেন সে সবকিছুর খোঁজখবর না হচ্ছে। শহরের হোটেল গুলিতে পুলিশ আধিকারিক আশরাফ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল হোটেল গুলিতে গিয়ে তাদের সাথে কথা বলছেন এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছেন।পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতেও বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তাকে জোরদার করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement