নিউ ব্যারাকপুরে সাইকেল যাত্রায় কন্যাশ্রীরা

IMG-20250816-WA0081

নব বারাকপুর: কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে নববারাকপুর কলোনি উচ্চ বালিকা বিদ্যালয় পড়ুয়ারা বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এই সাইকেল র‌্যালি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণিকা ঘোষ বিশ্বাস জানান প্রতি বছরের মতো এবছরও ১৪ আগষ্ট কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়ে গৌরবময় কলোনী গার্লস হাইস্কুলের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে কন্যাশ্রীদের নিয়ে একটি সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছিল। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আজকের দিনে মেয়েরা কোনো অংশে কম নয়, মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার বার্তা ছড়াতেই এই প্রয়াস। মেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব খুশি। এখনও রাজ্যে ৯৩ লক্ষের বেশি ছাত্রীরা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ২০১৩ সালের অক্টোবর মাসে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করা হয়। ২০১৭ সালে রাষ্ট্র সংঘ কন্যাশ্রী প্রকল্পকে স্বীকৃতি জানিয়ে পুরষ্কারে ভূষিত করে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement