কোচবিহার রবীন্দ্র ভবনে কন্যাশ্রী দিবস

IMG-20250816-WA0074

কোচবিহার:  কোচবিহার রবীন্দ্র ভবনে আয়োজিত হল কন্যাশ্রী দিবস। বৃহস্পতিবার কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন, কোচবিহার মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য, ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা, রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান হরিহর দাস এবং সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমদ প্রমূখ। এছাড়াও জেলার বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কলকাতার মূল কন্যাশ্রী দিবসের ভাষণ লাইভ সম্প্রচার করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে কন্যাশ্রী প্রকল্পের নানা সুবিধা, মেয়েদের শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কন্যাশ্রী উপভোক্তারা অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটিকে উৎসবমুখর করে তোলেন। এদিন এই অনুষ্ঠানে বেশ কয়েকজন ছাত্রীকে সম্মানিত করা হয়। এছাড়াও ছাত্রীরা একাধিক অনুষ্ঠানে অংশ নেয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement