ভারত-ডেনমার্কের নবায়নযোগ্য জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে উদ্যোগ

IMG-20250813-WA0081

কলকাতা: ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি) আয়োজন করল এক বিশেষ ইন্টার‌্যাকটিভ সেশন, যেখানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হে. ই. রাসমুস অ্যাবিলগার্ড ক্রিস্টেনসেন। আলোচনার মূল বিষয় ছিল নবায়নযোগ্য জ্বালানি, টেকসই উন্নয়ন, বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানো। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ডেনমার্ক অফশোর উইন্ড এনার্জি, ডিজিটাল গভর্ন্যান্স, শক্তি দক্ষতা ও বর্জ্য পুনর্ব্যবহারে বিশ্বে শীর্ষস্থানে। বর্তমানে ডেনমার্কের ৫০ শতাংশেরও বেশি বিদ্যুৎ আসে বায়ুশক্তি থেকে এবং ২০৩০ সালের মধ্যে দেশটি উচ্চাভিলাষী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। তাঁর মতে, এই অভিজ্ঞতা ভারতের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যে সাহায্য করতে পারে।আলোচনায় ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও প্রতিযোগিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। বর্তমানে ২০০-রও বেশি ড্যানিশ কোম্পানি ভারতে কাজ করছে—যাদের আগ্রহ রয়েছে বৈদ্যুতিক যানবাহন, জল সংরক্ষণ প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে। রাষ্ট্রদূত উদাহরণ দিয়ে বলেন, ডেনমার্কের অনেক সেতুর নকশা এখন ভারতে তৈরি হচ্ছে, যা শিল্পক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতীক।তিনি আরও জানান, ভারতের বড় বাজার ডেনমার্কের জন্য বিনিয়োগের সুযোগ তৈরি করছে। অন্যদিকে, কোপেনহেগেন ভারতীয় বিনিয়োগকারীদের জন্য উত্তর ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ দ্বার হতে পারে।সভার শেষে উভয় দেশ খাতভিত্তিক অংশীদারিত্ব বাড়িয়ে টেকসই ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

About Author

Advertisement