৩০-এ পা দিলেন সারা

IMG-20250812-WA0094

৩০-এ পা দিলেন অভিনেত্রী সারা আলি খান। অমৃতা সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিনা কপূরকে বিয়ে করেন সইফ আলি খান। নেই নেই করে এক দশকের বেশি সময় পার করে ফেলেছে সইফ-করিনা দাম্পত্য। তাঁদের দুই সন্তানও রয়েছে। সারার তুলনায় ২০ বছরের বেশি ছোট তাঁর সৎভাইয়েরা। করিনা-সারার সম্পর্কও বন্ধুর মতো। ছোটবেলায় সিনেমার পর্দায় করিনাকে দেখেই ভালবেসে ফেলেছিলেন সারা। সেই করিনাই এখন তাঁর সৎমা। করিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তাঁদের মা রয়েছে। তাঁরা অনেক বেশি বন্ধু।  তবে সারাকে বিভিন্ন সময় নানা উপদেশ দিয়েছেন করিনা। তাঁর প্রেম জীবন নিয়েও নানা পরামর্শ দিয়েছেন। এ বার সারার জন্মদিনে করিনা লিখলেন, ‘‘শুভ জন্মদিন প্রিয়, এটা মনে রাখার মতো একটা বছর হোক তোমার জীবনে। এতটা ভালবাসা।’’ সারা বরাবরই করিনাকে পছন্দ করেন। বাবার বিয়েতে প্রথম থেকে শেষ অবধি ছিলেন। সারা বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি করিনাকে এতটাই ভালবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুর এটা নিয়ে রসিকতাও করে।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement