কালিম্পং: গত দুদিন ধরে কালিম্পংয়ে ভারী বৃষ্টির জেরে লিকুভিরে পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথর ও বোল্ডার। যার ফলে মেল্লি থেকে কিরনে পর্যন্ত রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আবারও ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং বিকল্প রুট খোঁজার কাজ চলছে। ভারী বৃষ্টির কারণে ছোট যানবাহন ও চলাচল করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়ছে। কালিম্পং শহরে পর্যটক এখন ভিড়ে ঠাসা। সেই সময় ধস নামায় মাথায় হাত পড়েছে কালিংপং এর পর্যটন ব্যবসায়ীদের। পর্যটক যদি আসতে না পারে তবে ভরা মরশুম এ ভরাডুবি হতে পারে পর্যটন ব্যবসার। এই বৃষ্টি যদি সাময়িক হয় তবে তো সমস্যা হবে না, কিন্তু যদি বর্ষা শুরু হয়ে যায় এই ভরা পর্যটন এর সময় আমাদের না খেয়ে থাকতে হবে। জানিয়ে দিলেন এক পর্যটন ব্যবসায়ী। তিনি আরো জানালেন বহু পর্যটক আটকে আছেন তারা চাইছেন কালিম্পং এ আসতে তারাও আটকে পড়ে গেছেন। আমাদের সমস্যা হয়ে যাবে, যদি বৃষ্টি না কমে। জানালেন কালিম্পং এর এক নাম করা পর্যটন সংস্থার কর্ণধার।