শিলিগুড়ির মাটিগাড়াতে স্পা এর আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার দুই

photocollage_2025812195321696

শিলিগুড়ি: বহুদিন থেকে স্পা এর আড়ালে চলছিল দেহব্যাবসা। এলাকার মানুষের মধ্যে সন্দেহ থাকলেও কিছু বলছিলেন না কেউই। আজকে সকালে এক মহিলা ঢুকে গোটা ব্যাপারটি বুঝতে পেরে খবর দেন এলাকার মানুষকে এবং পুলিশকে। পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলে আটক করে দুই মহিলাকে। তারা দুজন শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থাকতো। মাটিগাড়ার এই অঞ্চল টি নিরিবিলি থাকার কারনে তারা এই এলাকাকে বেছে নিয়েছিল। ভালোই চলছিল তাদের ব্যবসা। কিন্তু বাদ সাধলেন ওই মহিলা। পুলিশ এসে ওই গোটা বিল্ডিং তল্লাশি করলে সমস্ত নথিপত্র পেয়ে যায়। আটক করা ওই দুই মহিলাকে জেরা করে সমস্ত কিছু বুঝতে পারে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ প্রশাসন এর অনুমতি কিভাবে পায় এই স্পা এর সাথে জড়িত ব্যাবসায়ীরা? তারা অভিযোগ করেছেন রাজনৈতিক দলের মদত ছাড়া কিভাবে এই স্পা চালাতে সাহস পান এই বহিরাগতরা। 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement