সাংগঠনিক বৈঠকে উত্তরের ভোট কৌশল চূড়ান্ত করল তৃণমূল

pro (1)

অনিন্দিতা সিনহা

আগামী ২০২৬-এর নির্বাচনের আগে উত্তর দিনাজপুর জেলায় সাংগঠনিক শক্তি বাড়াতে বিশেষ বৈঠক করল শাসকদল তৃণমূল। সূত্রের খবর, সোমবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। রাজবংশী ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিয়ে এনআরসি ইস্যুতে জোরদার প্রচারের কথাও বলা হয় এদিনের এই বৈঠকে। বিজেপি জিতেছে, এমন বুথে গিয়ে ‘আবাস যোজনার টাকা বন্ধ’ প্রসঙ্গ বেশি বেশি করে তুলে ধরতে বলা হয়েছে কর্মীদের। একই সঙ্গে রায়গঞ্জ শহরাঞ্চলের সব বুথেই পরাজয়ের কারণ খুঁজতে এবং সমাধানও করতে বলা হয়েছে বৈঠকে উপস্থিত নেতৃত্বকেই। এছাড়াও এদিনের এই বৈঠকে একটা গুরুত্ত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আর সেটা হল, দলের ‘পুরনো’ ও ‘পরীক্ষিত’ কর্মীদের আবারও সক্রিয় ভূমিকায় দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায়গঞ্জ ও করণদিঘি বিধানসভা এলাকায় বুথ স্তরে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ প্রচার চালানো এবং ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে সামনে রেখে প্রতিটি বুথে অন্তত দুটি করে সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্বল্প ভোটের ব্যবধানে রায়গঞ্জ লোকসভা হারার কারণও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। দলীয় সূত্রের দাবি, এই কর্মসূচি ও কৌশল বাস্তবায়িত হলে জেলার নির্বাচনী লড়াইয়ে বড় পরিবর্তন অবশ্যম্ভাবী। এখন দেখার এটাই, নির্বাচনকে সামনে রেখে চার দেওয়ালের মধ্যে নেওয়া এই সব সিদ্ধান্তগুলিকে বাস্তবের মাটিতে শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত করতে সক্ষম হচ্ছে রাজ্যের শাসক শিবির। কারণ তার উপরেই নির্ভর করছে আগামীর নির্বাচনে এই এলাকায় শাসক শিবিরের আসন প্রাপ্তির হিসেব-নিকেশ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement