শিলিগুড়িতে কুড়ি টাকার জন্য হেনস্থা অষ্টম শ্রেণীর ছাত্রকে চাঞ্চল্য গোটা শহর জুড়ে

IMG-20250811-WA0094

মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার জন্য শিলিগুড়ির একটি নাম করা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রকে  হেনস্থা করল  ওই স্কুলেরই  কয়েকজন ছাত্র। আজকের থেকে নয়  ওই ছাত্র জানিয়েছে  ক্লাস ফাইভ থেকে এই  হেনস্থা চলছে  তার উপরে। সে জানিয়েছে স্কুলে না আসলেও  তাকে ফোন করে হুমকি দিতো ওই ছাত্ররা। স্কুলের মধ্যেই চলতো অকথ্য গালিগালাজ এবং মারধোর। সিঁড়ির মধ্য  গত শুক্রবার মারধর করে  ওই স্কুলের  তার সহপাঠী এবং বড়রা। ফুলের মধ্যেই অন্য কোন ছাত্র  গোটা খবরটি ভাইরাল করে দেয়। ভাইরাল হয়ে যাওয়ার পর  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে  গোটা এলাকা জুড়ে। স্কুলেও ব্যাপারটা জানাজানি হয়ে গেলে  হইচই পড়ে যায়  ওই ছাত্র এবং তার অভিভাবকদের মধ্যে। অন্যান্য অভিভাবকেরাও আতঙ্কিত হয়ে পড়ে। ওই নিগৃহীত ছাত্রের  বাবা মা জানিয়েছেন তারা এতই আতঙ্কিত হয়ে পড়েছেন তারা তাদের ছেলেকে ওই স্কুলে পাঠাতে চাইছেন না। গোটা ব্যাপারটা ওই স্কুলের পরিচালন সমিতির কাছে পাঠিয়েছেন তারা। এদিকে ওই ছাত্রটি জানিয়েছে  যখন তখন তার কাছ থেকে টাকা যেত  ওই ছাত্ররা। একসাথে সবাই মিলে  তাকে চূড়ান্ত হেনস্থা করত, এবং মারধর করতো। সে এতদিন তার বাবা মাকে  কিছুই জানায় নি। এখন ব্যাপারটি জানাজানি হয়ে পড়ার পরে  তার বাবা মা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন  তারা তাদের সন্তানকে স্কুলে  পাঠাতে চাইছেন না। গোটা ব্যাপারটি শহরের  সমস্ত স্কুলে র কাছে পৌঁছে যাওয়ায় বিষয়টি চরম আকার ধারণ করেছে। নিগৃহীত ওই ছাত্রের  মানসিক এবং শারীরিক চিকিৎসা ও শুরু হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement