লন্ডন: আক্রমণভাগে আরও শক্তি বাড়িয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লাইপজিগ থেকে স্ট্রাইকার বেনিয়ামিন সেসকোকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাঁচ বছরের জন্য চুক্তিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রয়টার্সের খবর, তাকে কিনতে মোট সাত কোটি ৩৭ লাখ পাউন্ড খরচ হচ্ছে ক্লাবটির। গত মরশুমে টানা ব্যর্থতায় প্রিমিয়ার লিগে ১৫তম হয়ে মরশুম শেষ করে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি, যা তাদের ইতিহাসে সবচেয়ে বাজে ফল। আর ওই ধারাবাহিক ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ছিল যথেষ্ট গোল করতে না পারা। হতাশা মুছে ঘুরে দাঁড়ানোর মিশনে এবারের দলবদলে শুরু থেকেই আক্রমণভাগে শক্তি বাড়ানোয় মনোযোগ দেয় দলটি। সেই লক্ষ্যে এই নিয়ে তিন জন ফরোয়ার্ড কিনল তারা। এর আগে ছয় কোটি ২৫ লাখ পাউন্ডে মাথেউস কুইয়া ও সাড়ে ছয় কোটি পাউন্ডে ব্রায়ান এমবুমোকে দলে টানে ক্লাবটি। সেসকোতে পেতে নিউক্যাসল ইউনাইটেডও আগ্রহী ছিল বলে গণমাধ্যমের খবর। তবে হুবেন আমুরির দলকেই বেছে নেন গত মরশুমে লাইপজিগের জার্সিতে ২১ গোল ও ছয়টি অ্যাসিস্ট করা স্লোভেনিয়ার ফুটবলার। দীর্ঘদিন ধরেই অতীতের কঙ্কাল হয়ে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সবশেষ তারা লিগ শিরোপা জিতেছে এক যুগ আগে। তবে আমুরির কোচিংয়ে এখানে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সেসকো। তিনি জানান, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইতিহাস অবশ্যই খুবই স্পেশাল। কিন্তু আমাকে রোমাঞ্চিত করেছে এর ভবিষ্যৎ। আমরা যখন এই প্রকল্প নিয়ে আলোচনা করি, তখন আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে, সামনে এগোতে এবং বড় ট্রফির জন্য লড়াই করতে এখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। এখানে আসার পর থেকেই আমার মধ্যে ইতিবাচক অনুভূতি কাজ করছে।”
জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৪১টি ম্যাচ খেলেছেন সেসকো। আন্তর্জাতিক ফুটবলে ২০২১ সালে দেশের সবকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকের পর থেকে তিনি গোল করেছেন ১৬টি।