নির্যাতিতার মা’র চিকিৎসা হবে কল্যাণী এইমস-এ

IMG-20250810-WA0081

শনিবার নবান্ন অভিযানে নেমে অসুস্থ হয়ে পড়েন তিলোত্তমার মা। পুলিশের বিরুদ্ধে ‘মাথায় লাঠি’ মারার অভিযোগ তুলেছিলেন তিনি। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে ইমার্জেন্সি বিভাগে রয়েছেন তিনি। নিউরো এবং ইমার্জেন্সি বিভাগের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। হাসপাতালে দেখতে এসে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এখানে থাকবেন, পর্যবেক্ষণে রাখা আছে। ওনাকে আমরা এইমসে নিয়ে যাব।”
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালের ওপর বেশ কিছুটা ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “এখানে চিকিৎসা হলে ওরা মেরে ফেলবে। কারণ, এত চাপ আছে যে ওরা পর্যবেক্ষণে রাখছে। এরা প্রকারান্তরে সে কথা স্বীকার করে নিয়েছে। রোগী কথা বলছে, ভাইটালসেও সমস্যা নেই। এরা বিজ্ঞাপন দেয় বড় বড় করে। কিন্তু, সরকারের চাপে এরা একটা রোগীকে ফিরিয়েও দিল না, আবার ভর্তিও করল না। একটা ডাক্তারের মৃত্যুতে একটা হাসপাতাল সরকারি চাপের কাছে নতিস্বীকার করেছে।”
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। একটি সিটি স্ক্যান করানো হয়েছিল, সেই রিপোর্টও স্বাভাবিক এসেছে। তবে হেমাটোমা অর্থাৎ কপালে ফোলা ভাব রয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement