বাংলা ভাষা নিয়ে প্রশ্ন করতেই রবি ঠাকুরের গান রাজ্যপালের গলায়

C-V-Ananda-Bose-2

আজ যখন বাংলা-বাঙালি ও জাতি অস্মিতা বিতর্কের শেষ নেই। ভিন রাজ্যে গিয়ে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। এমনকী এমনও ঘটছে যে সেখানে তাদের জুটেছে বাংলাদেশি তকমা। এর উপরে এমিত মালব্য  ‘বাংলা কোনও ভাষা নয়’ এমনও বলতে শোনা গেছে। এরই প্রেক্ষিতে শুক্রবার রাজভবনে সাংবাদিক বৈঠকের সময় অমিত মালব্যর এই দাবি নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হতেই তিনি গেয়ে ওঠেন রবি ঠাকুরের গান।প্রথমে তিনি গোটা ব্যাপারটাকে ‘রাজনৈতিক’ বললেও পরক্ষণেই বাংলার রাজ্যপাল হিসাবে বলে ওঠেন, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান।’ এই গান কিন্তু ‘প্রতিবাদের’। পাশাপাশি, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর কথায়, টএটি এমন একটি ঘটনা যার জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। গণতন্ত্রে গ্রহণযোগ্যভাবে এর সমাধান প্রয়োজন। আমার বিশ্বাস এক্ষেত্রেও ন্যায়বিচার হবে।বাংলা-বাঙালি ইস্যুর পাশাপাশি রাজ্যপাল মুখ খোলেন এসআইআর ইস্যুতেও। শুক্রবার তাঁকে যখন বাংলায় কমিশনের বিশেষ ও নিবিড় পরিমার্জন প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তার ক্ষণিক আগেই নবান্ন থেকে কমিশনের সিইও দফতরে চিঠি পাঠিয়ে মুখ্যসচিব জানিয়ে দেন, বাংলা এখনও এসআইআর-এর জন্য প্রস্তুত নয়। এদিন রাজ্যপালকেও এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে। আমার মনে হয়, আলোচনার পরিপ্রেক্ষিতে সহমত গঠন প্রয়োজন। যাতে দেশের মানুষ সুষ্ঠ ও স্বাভাবিক নির্বাচন পেতে পারে। আমার ধারণা এটা কমিশনের নিয়মমাফিক কাজের মধ্যে পড়ে।’ শুধু এসআইআর-ই নয়, বাংলার ‘ইআরও’ সাসপেনশনেও রাজ্যপাল বলেছেন ‘সহমতের ভিত্তিতে সমাধানের’ কথা। এরই পাশাপাশি কোচবিহারে হওয়া শুভেন্দু অধিকারির গাড়িতে হামলার ঘটনায় রাজ্যের কাছে চেয়েছেন রিপোর্ট ও দ্রুত পদক্ষেপ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement