মার্কেট সচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ

IMG-20250804-WA0137

মালদহ: এতদিন তারা খোলা আকাশের নিচেই বসে ব্যবসা করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসনের উদ্যোগে মিলেছিল ব্যবসা করার দোকান ঘরের সেট। কিন্তু কয়েক বছর কেটে গেলেও এখনো মিলছে না দোকান সেটের দলিলের চুক্তিপত্র। আর এই নিয়ে মার্কেট সচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কলা এবং সবজি ব্যবসায়ীরা। তৃণমূলের ঝান্ডা হাতে সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে সোমবার সকাল থেকে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অভিযোগ করেন তাদের সংগঠনের ৮৮ জন ব্যবসায়ী এই দোকান ঘরের সেট পেয়েছে। মালদা বড়সাঁকো প্রগ্রেসিভ ভেজিটেবিল বিজনেসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে দুই দফায় এই সমস্ত ব্যবসায়ীরা চার লক্ষ ৫০ হাজার টাকা করে দিয়েছিলেন। মার্কেট কর্তৃপক্ষ চিঠি দিয়ে দোকান ঘরের জন্য প্রয়োজনীয় নথি এবং স্ট্যাম্প জমা করার কথা বলেছিলেন ব্যাবসায়ীদের। সমস্ত নথি জমা করেন তারা। কিন্তু এখনো পর্যন্ত তাদের দোকানের দলিলের চুক্তিপত্র দেওয়া হচ্ছে না। মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব তাদের সেই চুক্তিপত্র দিচ্ছে না। তাই তারা মার্কেট সচিবের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। এদিকে এই সমস্ত ব্যবসায়ীদের পাশে থেকে মার্কেট সচিবের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান জেলা ব্যবসায়ী নেতা।তবে এই বিষয়ে কোন মন্তব্য করেননি মার্কেট সচিব।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement