শিলিগুড়ি: রাত বাড়লে মাতালদের গুন্ডামি বাড়ে। রাত সাড়ে নটা বাজলে মাতালদের গুন্ডামিতে অতিষ্ট হয়ে পড়েন দোকানদারেরা। অনেক দোকানদার জানিয়েছেন রবিবার অথবা অন্য কোন ছুটির দিন হলে তো কথাই নেই। সাতটার থেকে আসর বসতে থাকে ওই যুবকদের। দামী গাড়ি দামি মোবাইল নিয়ে ওই যুবকেরা বাইকের উপর পা তুলে শুরু করে দেয় মাতলামি। অতিষ্ঠ করে দেন দোকানদারদের। রাত্রি বেলা বাইরে বেরোনো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বয়স্ক এবং মহিলাদের। মহিলারা জানিয়েছেন খারাপ ইঙ্গিত, এবং অশ্লীল ভাষায় কথা বলে ওই যুবকেরা। কাউকে ভয় পায় না তারা। এলাকার মানুষজন জানিয়েছেন এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। কারো জরুরী কোন প্রয়োজন পড়লে , বাইরে বেরোতে সাহস করেন না কেউ। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ এরা সব বহিরাগত, তারা কেউ এই পাড়ার নন। মদের দোকানই এই অনিষ্ঠr মূল কারণ মূল কারণ জানিয়েছেন তারা।