মালদা: মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত মহদীপুর স্থলবন্দরে উদ্বোধন করা হলো সেলফি জোনের । মহদীপুর সি এন এফ এর উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, কাউন্সিলর সুজিত সাহা, মহদীপুর সিএনএফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ সি এন এফ এর সদস্য সহ জনপ্রতিনিধিরা। ফিতে কেটে এই সেলফি জোনের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও মহদিপুর সিএনএফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। এই সেলফি জোনে এপার বাংলা ও ওপার বাংলার মানুষ এসে নিজেদের সেলফি তুলতে পারবে বলে আশাবাদী সি এন এফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। তিনি আরো জানেন সীমান্তে সৌন্দর্যায়নের লক্ষ্যে এই সেলফি জোনের উদ্বোধন করা হলো। মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী সব সময় বলেছেন যে আমরা বাঙালি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেন আমরা চলতে পারি সেই আদর্শ বা নিতী শিখিয়েছেন তিনি। এবং আমরা একটা যেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে পারি তার জন্য সীমান্ত এলাকায় আই লাভ মহদীপুর একটি সেলফি জোনের শুভ উদ্বোধন করা হলো। মহদীপুর সি এন এফ এর সুন্দর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভারত বাংলাদেশের সাথে সুদৃঢ় একটা বন্ধন তৈরি করতে পারি সেটা আমরা চেষ্টা করব। মহদীপুর সীমান্তকে আরো যাতে আমরা উন্নত করতে পারি, সেই চেষ্টাই চালিয়ে যাব। মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই সেলফি জোনের সেই কারণে এই সেলফি জোনের উদ্বোধন করা হলো। সীমান্ত এলাকার বাসিন্দা সমীর গুপ্ত জানান, এই সেলফি জোনের অনেকদিন ধরে চাহিদা ছিল এটা পেয়ে আমরা গ্রামবাসীরা খুব খুশি। এবং এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক আমদানি রপ্তানি কেন্দ্র এই কেন্দ্রে গৌড় ঐতিহাসিক স্থান রয়েছে যা দেখার জন্য বাইরে থেকে প্রচুর পর্যটক আসে পর্যটকদের সুবিধার্থে এবং মহদীপুর বাসীদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল এই সেলফি জোনের সেই কারণে এই সেলফি জোন হওয়াতে আমরা খুব খুশি। মহদীপুর সি এন এফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং সি এন এফ এর উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনের উদ্বোধন করা হয়। এই সেলফি জোন মহদীপুর সীমান্তের জন্য এবং যেহেতু ঐতিহাসিক কেন্দ্র গৌড় রয়েছে তাই সৌন্দর্যায়ন করা হলো মানুষ এখানে আসবে এবং আগামীতে এই সীমান্ত এলাকায় জেলা পরিষদের ও সি এন এফ এর পক্ষ থেকে আরো উন্নয়ন করা হবে বলে জানান তিনি। এই সেলফি জোনের উদ্বোধনের ফলে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা তার পাশাপাশি এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।