শিলিগুড়ি: আজকে পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাব এর ১০৬ তম জন্মদিন। এই উপলক্ষে আজকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পালন করা হলো, ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম জন্মদিন। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য নান্টু পাল, বাসুদেব ঘোষ এবং বাবলু তালুকদার সহ ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য এবং সমর্থকেরা। প্রথমে ইস্টবেঙ্গল ক্লাব এবং ফ্যান ক্লাবের পতাকা তোলা হয়, এরপর প্রদীপ প্রজ্বলন এবং কেক কাটা হয়। এরপর বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাসুদেব ঘোষ জানান আজকে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম জন্মদিন, আমরা সবাই গর্বিত এই ক্লাবের সদস্য হতে পেরে, অন্যদিকে নান্টু পাল জানালেন ছোটবেলা থেকেই আমি ইস্টবেঙ্গল কে ভালবাসি, আর আজকে ইস্টবেঙ্গলের জন্মদিন না এসে থাকতে পারি, বাবলু তালুকদার জানালেন লাল হলুদ জার্সি দেখলে মনটা আনন্দে ভরে যায়, তাই চলে এসেছি এদিন ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব সভাপতি জানান, আগামী ৬ থেকে ১১ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন উপলক্ষে এক আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা ফুটবলপ্রেমী, সবাই মাঠে আসুন, এবং খেলা দেখুন।