কার্শিয়াং’এ ট্যাক্সি চালককে মারধোর, প্রতিবাদ

Vector illustration. Vector EPS 10, HD JPEG 4000 x 4000 px

শিলিগুড়ি: ভাড়া নিয়ে গন্ডগোল, এই কারণে কার্শিয়াং এর এক ট্যাক্সি চালককে ব্যাপক মারধর করলেন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জানা গেছে পৌঁছে যাবার পর ভাড়া ঠিকমতো দিতে অস্বীকার করায় ওই ট্যাক্সিচালক চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখন ওই যাত্রীরা ট্যাক্সিচালক কে বেধরক মারধর করে। ট্যাক্সি চালকের চিৎকার শুনে ছুটে আসে অন্যান্য ট্যাক্সি চালকরা, তখন ওই কয়েকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। ট্যাক্সি চালককে অন্যান্য ট্যাক্সি চালকেরা স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই খবর চারিদিকে ছড়িয়ে গেলে হইচই শুরু হয়ে যায়, দার্জিলিং এর খবর চলে গেলে দার্জিলিংয়ের ট্যাক্সি চালকেরা ভাড়া নেওয়া বন্ধ করে দেয় প্রতিবাদে। তাদের দাবি দোষীদের ধরতে না পারলে তারা গাড়ি চালাবে না। তাদের আরো অভিযোগ দিনের পর দিন বহিরাগতদের সাথে তাদের ঝামেলা হচ্ছে, কার্শিয়াং, কালিংপং এবং দার্জিলিংয়ে। তাদের গায়ে হাত তোলা হচ্ছে। তারা জানিয়েছেন দোষীদের না ধরা পর্যন্ত তারা গাড়ি চালানো বন্ধ রাখবেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement