দীর্ঘ কয়েক বছর ধরে ছেলের হাতে নির্যাতিত সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালীর দক্ষিণ রাধানগরের বাসিন্দা সরল কুমার মন্ডল এবং তার পত্নী ঊষা রানী মন্ডল। ছেলে সুব্রত মন্ডল হাতে হাতে বহুবার বিভিন্নভাবে আক্রান্ত হন বৃদ্ধ বাবা-মা। বাবা মা জানাচ্ছেন পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে তাদের উপর এই নির্মম অত্যাচার নেমে আসছে। তারা আরো জানান তাদের কন্যা সুতপা মন্ডলকে জমির অংশের ভাগ দেওয়াকে কেন্দ্র করে এই অকথ্য অত্যাচার চালাচ্ছে তার ছেলে সুব্রত মন্ডল। এই নিয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত বাবা-মা এবং মেয়ের জমির অংশকে সঠিক আছে বলে রায় দেয়। প্রশাসনিকভাবে বারবার পদক্ষেপ নেওয়া হল কিসের জোরে সুব্রত মন্ডল এবং তার পত্নী মনিকা গাইন {মন্ডল) বরাবর এই অত্যাচার চালাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। বৃদ্ধ বাবা মা আরো জানাচ্ছেন কখনো বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে, কখনো খাবার মধ্যে হাড়ি কড়াই দূষিত বজ্র পদার্থ ফেলছে, কখনো আবার মারধর করছে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। এমনকি জীবিত বাবার মৃত্যু সার্টিফিকেট বের করেছে তাদের ছেলে সুব্রত মন্ডল। নির্মম অত্যাচার থেকে বাঁচতে সাংবাদিকদের বৃদ্ধ বাবা মা জানান যাতে এই বয়সে তারা সুস্থ জীবন লাভ করে যে কটা দিন তারা বাঁচবে।