কার্তিকা চা-বাগানে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য

male-thief-mask-robbed-house-260nw-332768417

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কার্তিকা চা-বাগানে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কার্তিক চা-বাগানের নয়া লাইনের বাসিন্দা অনিমা তির্কির বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। রবিবার এই বিষয়ে শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিমাদেবী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনিমা তির্কি বলেন, ‘ঘরের পেছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢোকে। ঘরে থাকা নগদ ৫ হাজার টাকা ও ১টি মোবাইল চুরি হয়ে গিয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement