কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি একুশে জুলাই তার আগে বসিরহাট মহাকুমার অর্থাৎ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি হাসনাবাদ স্বরুপনগর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা বাসন্তী মোল্লাখালি সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নদী ও সড়কপথে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা ধামাখালি থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা প্রথমে নদীপথে তারপর বাসে করে একুশে জুলাই উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠিক তেমনি এক চিত্র দেখা গেল বসিরহাট মহাকুমার হাড়োয়া ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। লক্ষ্য মানুষজন এই নদী নৌকাযোগে নদী পার হয়ে পৌঁছে গিয়েছেন কলকাতার রাজপথে ২১শে জুলাই মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে।