শ্রাবণ মাসের প্রথম দিনে দুর্ঘটনা, আহত চারজন

IMG-20250718-WA0103

শিলিগুড়ি: বাবাধাম যাওয়ার পথে ধূপগুড়ির ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়েতে সাতসকালে দু’র্ঘ’ট’না’র কবলে পড়ল পূর্ণ্যার্থীদের গাড়ি। দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে সজরে ধা’ক্কা পূর্ণ্যার্থীদের ছোট গাড়িটির। ঘটনায় গু’রু’ত’র জ’খ’ম হয়েছেন চালক সহ মোট ৪ জন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ চলে এসে আহতদের গাড়ি থেকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। স্থানীয় মানুষের অভিযোগ প্রশাসনকে বারবার বলা হলেও এই সময়টিতে তারা কোন ধরনের ট্রাফিকের ব্যবস্থা করেন না। সকালবেলা বিশেষ করে ভোরবেলা থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটে। আজকের শ্রাবণ মাসের প্রথম দিন প্রশাসনের উচিত অবিলম্বে এখানে ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা করা। না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আহতরা সকালে খুব সম্ভবত ঝিমিয়ে পড়েছিলেন চরম অসতর্কতার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement