মায়ামি: মেজর লিগ সকারে রেকর্ড গড়া গোলের ধারা থেমে গেছে লিওনেল মেসির। টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এবার গোলশূন্য ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচজুড়েই ফিকে ছিলেন মেসি, নিষ্প্রভ ছিল গোটা দল। ৩৮ বছর বয়সী মেসি চলতি মরশুমে ইতিমধ্যেই করেছেন ১৬ গোল। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে প্রতিটিতে জোড়া গোল করে রীতিমতো রেকর্ড গড়েছিলেন তিনি। ২০১২ সালে বার্সেলোনার হয়ে সর্বশেষ এমন পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি। তবে সিনসিনাটির মাঠে এসে ছন্দপতন ঘটে মায়ামির। ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে দেন ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা। দ্বিতীয়ার্ধের ৫০ ও ৭০ মিনিটে আরো দুটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার। এদিন পুরো ম্যাচে মায়ামি লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি। মেসিরাও যেন ছিলেন বিধ্বস্ত এবং বিমর্ষ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আজ আমরা শুরু থেকেই পিছিয়ে ছিলাম। শারীরিক ও মানসিক ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে স্পষ্ট ছিল। প্রতিপক্ষ আমাদের সবদিক দিয়ে ছাড়িয়ে গেছে। লিও শেষ দিকে হালকা চোট পেয়েছিল, তবে গুরুতর কিছু নয়।’ এই হারে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে নেমে গেছে ইন্টার মায়ামি। তাদের সংগ্রহ এখন ৩৮ পয়েন্ট, শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্ট কম। যদিও মেসিদের হাতে এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে। আগামী রবিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে মায়ামি।