হাসপাতালে চারটি এসি মেশিন দিতে চলছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

pro

দিনহাটা: গত কয়েকদিন ধরে চলতে থাকা প্রচন্ড এই গরমের মধ্যে হাসপাতালের এইচডিইউতে ভর্তি থাকা রোগীদের কথা মাথায় রেখে চারটি এসি মেশিন দিতে চলছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর পক্ষ থেকে মঙ্গলবার এই এসি মেশিনগুলি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালে এইচডিইউ বিভাগে বর্তমানে শয্যা রয়েছে ছয়টি। এই গরমে ভর্তি থাকা রোগীদের স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে। এই অবস্থায় হাসপাতাল সুপার বিষয়টি মন্ত্রী উদয়ন গুহ র গোচরে আনেন। সুপার এর কাছে বিষয়টি জানতে পেরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী চারটি এসি মেশিন দেওয়ার কথা জানান। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটা হাসপাতালের এইচডিইউ বিভাগে ভর্তি থাকা রোগীদের জন্য চারটি এসি মেশিন দেওয়ার কথা জানাতেই খুশি রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। অনেকেই জানান প্রচন্ড এই গরমে এইচডিইউ বিভাগে ভর্তি থাকা রোগীদের আরো কষ্ট বেড়ে যায়। হাই ডিপেন্ডেন্সি ইউনিটের চারদিকে আটকানো থাকায় প্রচন্ড এই গরমে রোগীরা কখনো কখনো আরো বেশি অসুস্থ বোধ করে। মন্ত্রী যেভাবে এগিয়ে এসেছে তাতে এই ওয়ার্ডে ভর্তি থাকার রোগীদের অনেকটাই সমস্যা সুরাহা হবে। চিকিৎসার পাশাপাশি গোটা ঘরটি শীততাপ নিয়ন্ত্রিত থাকলে এই গরমের কষ্ট থেকেও তারা রক্ষা পাবে।হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল বলেন,”প্রচন্ড এই গরমে হাসপাতালের এইচডিইউ বিভাগে গুরুতর অসুস্থ রোগীদের আরও সমস্যায় পড়তে হচ্ছে। এ নিয়ে মন্ত্রীর সাথে কথা বলি। মন্ত্রী বিষয়টি শুনেই চারটি এসি মেশিন দেওয়ার কথা জানান।উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,”আমি নিজে উদ্যোগী হয়ে হাসপাতালের এইচডিইউ বিভাগে রোগীদের জন্য চারটি এসি মেশিন দেওয়ার কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষের হাতে সেটা তুলে দেওয়া হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement